• পুলিশকে আক্রমণ করার ঘটনায় ধৃত ৩
    এই সময় | ২১ জানুয়ারি ২০২৫
  • এই সময়, কুলতলি: মদ্যপদের হাতে আক্রান্ত হতে হলো কর্তব্যরত তিন পুলিশকর্মীকে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে।

    বারুইপুর থানা এলাকার উত্তরভাগ থেকে একটি গাড়িতে করে রবিবার কুলতলির পর্যটন কেন্দ্র কৈখালিতে বেড়াতে আসে দুই বন্ধু। রাতের অন্ধকারে বাড়ি ফেরার সময় মদ্যপ অবস্থায় ওই দু’জন কুলতলির জামতলা বাসস্ট্যান্ডে গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে মাতলামি করতে শুরু করে।

    বিষয়টি নজরে আসে বাসস্ট্যান্ডে কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁরা গাড়িটিকে রাস্তার মাঝখান থেকে সরিয়ে রাখতে বলায় ক্ষিপ্ত হয়ে ওই পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সুখেন দাস ও কৃষ্ণ দাস নামের দুই ব্যক্তি। অভিযোগ, তখনই আচমকা গাড়ি থেকে নেমে কর্তব্যরত তিন পুলিশকর্মীকে ধাক্কা মারার পাশাপাশি তাদের গায়েও হাত তোলে ওই দু’জন।

    আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন এএসআই, একজন কনস্টেবল ও একজন সিভিক ভলান্টিয়ার। এই ঘটনায় কুলতলি থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

  • Link to this news (এই সময়)