বর্ধমানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, গুরুতর জখম বহু
আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ধমানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ভাণ্ডারদিহি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে বর্ধমান থেকে কুসুমগ্রামের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি।
জানা গেছে বাসটিতে যথেষ্ট ভিড় ছিল। দেওয়ালদিঘির পেট্রোল পাম্পের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশের জমিতে উল্টে পড়ে। বাসের মধ্যেই আটকে পড়েন যাত্রীরা। প্রবল শব্দ শুনে ছুটে যান স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। বাসের ভিতর থেকে বার করে আনা হয় জখম যাত্রীদের।
বাসটিকে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন বলে খবর। প্রত্যেকেই আহত হয়েছেন কমবেশি। তাঁর মধ্যে ১২ জন যাত্রীর চোট বেশি থাকায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন তারা। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। স্থানীয় ও জখম বাসযাত্রীদের অনেকের দাবি, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারাতেই এই দুর্ঘটনা বলে মত বাসাত্রীদের। ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।