দক্ষিণে কড়া রোদ, ঘন কুয়াশায় ঢাকা উত্তর, রাজ্যে কোথায় শীতের আমেজ কেমন?...
আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশায় ঢাকল ডুয়ার্স। মিলল শীতের আমেজ। বেলা বাড়লেও রোদের দেখা নেই সেভাবে। চলতি বছর ডিসেম্বর থেকে ঠান্ডার আমেজ দেখা গেলেও শীতের প্রভাব ছিল অনেকটাই কম। রাতের দিকে শীতের প্রভাব থাকলেও সকালের দিকে অনুভূত হচ্ছিল বসন্ত কালের চড়া রোদ। যার দৌরাত্ম্যে ফিকে হয়ে পড়ছিল শীতে। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই কুয়াশার সাদা চাদর লক্ষ্য করা যায় ডুয়ার্স জুড়ে। প্রাতঃভ্রমণকারীদের কুয়াশার জেরে শহরের বিভিন্ন রাস্তায় সর্তকতা অবলম্বন করতে দেখা যায়। কুয়াশার দৌরাত্ম্যে ট্রাফিক সিগন্যালের দৃশ্যমানতা অনেকটাই কম ছিল।
দৃশ্যমানতার কথা মাথায় রেখে জেলা ট্রাফিকের পক্ষ থেকে গাড়ি চালকদের সর্তক করা হয়েছে সেই সঙ্গে বাড়তি সতর্কতা হিসেবে আরও কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। মঙ্গলবার একদিকে দৃশ্যমানতা কম থাকার পাশাপাশি শৈত্যপ্রবাহের জেরে কড়া ঠান্ডা অনুভব করা যায় সকালের দিকে। অনেকের মতে এবার শীত পড়ল অনেক দেরিতে। এবারে জাঁকিয়ে শীত না পড়ার অন্যতম কারণ, ঝঞ্ঝা। গত কয়েকমাসে বারবার পশ্চিমী ঝঞ্ঝার আগমণেই একপ্রকার ঝঞ্ঝায় শীত।
জাঁকিয়ে পড়ার মুখেই বাধা পেয়েছে ক্রমাগত। ফলে মাঘ মাসেই জেলায় জেলায় বাড়ছে পারদ, সঙ্গে গরম আবহাওয়া। পশ্চিমি ঝঞ্ঝার জেরে সপ্তাহের মাঝামাঝি থেকে আরও বাড়বে গরম। ঠান্ডার আমেজ বিন্দুমাত্র পাওয়া যাবে না। এর মাঝেও ঘন কুয়াশার দাপট থাকবে জেলায় জেলায়, তেমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আপাতত দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী তিনদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঘন কুয়াশা থাকবে বলে জানা গিয়েছে।