• পাইপলাইনের কাজের মাঝেই ধসে পড়ল মাটি, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের...
    আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আসানসোলে বড় দুর্ঘটনা। পাইপলাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়লেন চার শ্রমিক। এঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার ডালমিয়া এলাকায়। চারজনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতেরা ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা বলে জানা যায়। 

    জানা গিয়েছে, ওই এলাকায় রেললাইনের পাশে জলের পাইপ বসানোর কাজ চলছে। মৃত ও আহত সকলেই সেখানে কাজ করছিলেন। যে সময় এই দুর্ঘটনা ঘটে সেই সময় লম্বা পাইপ মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছিল। আচমকাই মাটি ধসে পড়ে। মাটির স্তুপের নিচে আটকে পড়েন চারজন। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারের কাজ শুরু করেন। কিন্তু তাঁদের যথেষ্ট বেগ পেতে হয়। বিপুল পরিমাণ মাটির নিচে চাপা পড়ার জন্য অন্যান্য শ্রমিকরা শাবল, কোদাল দিয়ে মাটি সরাতে শুরু করেন। নিয়ে আসা হয় জেসিবি মেসিন। 

    বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।‌ সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আরেকজন চিকিৎসাধীন।
  • Link to this news (আজকাল)