ভারতীয় ক্রিকেটের নতুন ধোনির খোঁজে তাঁর প্রশিক্ষক, একেবারে ছোটদের খেলা শেখাতে চান তিনি
আজকাল | ২১ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: না, ১৮ বা ১৯ বছর বয়সী তরুণদের নয়। একেবারে ছোটদের কোচিং দিয়ে তাদের থেকেই তৈরি করতে চান নতুন ‘ধোনি’। জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’র শৈশবের ক্রিকেট প্রশিক্ষক কেশবরঞ্জন ব্যানার্জি। তাঁর মতে, শেখাতে ন্যূনতম ১০ বছর সময় লাগে। তাই ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দিতে চান তিনি। মঙ্গলবার কোচবিহারে একটি বেসরকারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। কেশবরঞ্জন বলেন, ‘কোচবিহারের ছোট ছোট বাচ্চাদের প্রতিভা রয়েছে। তাদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে।’ তাঁকে দায়িত্ব দিলে তিনি আসতে আগ্রহী বলে জানিয়েছেন কেশবরঞ্জন। তাঁর সাফ কথা, ‘আমি কোনও ১৮–১৯ বছরের যুবককে প্রশিক্ষণ দিতে পারব না। কারণ শেখাতে ন্যূনতম ১০ বছর সময় লাগে। বয়সটাও অনেক বেড়ে যায়। তাই যে সমস্ত বাচ্চাদের খেলার প্রতি আগ্রহ আছে আমি তাদের শেখাতে চাই।’
ধোনিকে শেখানোর সময় কখনও কি মনে হয়েছিল একদিন তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন? ধোনির প্রশিক্ষকের কথায়, ‘ওই চিন্তা করে তাঁকে তৈরি করিনি। এখন যখন তাঁকে খেলতে দেখি তখন পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ভবিষ্যতে কে কোথায় যাবে সেটা তো আর বলা যায় না। আমার কাজ ছিল বাচ্চাদের শেখানো। সেই শেখানোর সময় যদি কোনও প্রতিভাকে পাওয়া যায় তাহলে সেটা আমাদের কৃতিত্ব। অন্তত দেশের জন্য একজন খেলোয়াড় বের করতে পেরেছি।’