আজকাল ওয়েবডেস্ক: যাদবপুরের পর গড়িয়া। সাতসকালে ফের শহরে দুর্ঘটনা। মঙ্গল সকালে ঢালাই ব্রিজে বেপরোয়া ম্যাটাডোর ধাক্কা মারে যাত্রীবোঝাই অটোতে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনায় শিশু-মহিলা সহ ছ’ জন জখম। শহরের দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসারত তাঁরা। আশঙ্কাজনক এক।
মঙ্গলবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে যাদবপুরে। বাসের গতির বলি চার বছরের নাবালিকা ও তার পরিবার। মঙ্গলবার সকালে স্কুটারে করে চার বছরের শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা-মা। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির মায়ের। বাবার অবস্থাও আশঙ্কাজনক। তবে জানা গিয়েছে, তুলনায় সুস্থ আছে ওই শিশুটি।
ঘটনাটি ঘটেছে যাদবপুরের এইট-বি বাসস্ট্যান্ডের কাছেই। জানা গিয়েছে, এস-৩১ নামের সরকারি বাসটি টার্মিনাস ছেড়ে বেরিয়েই গতি বাড়ায়। বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে স্কুটারটিতে। তার কিছুক্ষণ পরেই ফের পথ দুর্ঘটনা গড়িয়ায়। এর আগে, ১৯ জানুয়ারি, গড়িয়ার বোড়ালে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় একজনের।
সোমবার শহরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। সোমবার সন্ধে নাগাদ, বড়বাজারে পথ দুর্ঘটনা ঘটে। আহত হয় এক ব্যক্তি। অন্যদিকে সোমবার রাতে ইএম বাইপাসের কাছে দুর্ঘটনায় আহত হন দু’ জন।