• শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো সফলভাবে পেরলো বউবাজার, চালু কবে?
    আজ তক | ২১ জানুয়ারি ২০২৫
  • Sealdah-Esplanade Metro: প্রথমবার শিয়ালদা থেকে এসপ্ল্যানেড ট্রায়াল রান করল মেট্রো। প্রথমবারেই সফল। এর ফলে শীঘ্রই সম্পূর্ণ গ্রিন লাইন চালুর সম্ভাবনা বাড়ল। এই লাইন চালু হলে, হাওড়া থেকে এসপ্ল্যানেড, শিয়ালদা হয়ে সল্টলেকের(Salt Lake Metro) দিকে চলে যেতে পারবেন যাত্রীরা।
    এর আগে,

    মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এবং কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) চেয়ারম্যান পি. উদয় কুমার রেড্ডি নিজে মোটরম্যানের ক্যাবে ছিলেন। তাঁরা এই ট্রায়াল রান পর্যবেক্ষণ করেন। এছাড়াও, মেট্রো রেল এবং KMRCL-এর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন।

    ট্রায়াল রান শেষে এসপ্লানেড মেট্রো স্টেশনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মেট্রো রেলের চেয়ারম্যান। সফল ট্রায়াল রানের জন্য সকলকে অভিনন্দন জানান তিনি।
    এই নতুন অংশ চালু হলে হাওড়া থেকে শিয়ালদা মেট্রো(Howrah to Sealdah Metro) করে চলে যাওয়া যাবে। আবার, সল্টলেক থেকেও এদিকে যাতায়াত সহজতর হবে। শুধুমাত্র ভিড় বাসের ভরসায় থাকতে হবে না যাত্রীদের। 
  • Link to this news (আজ তক)