'কেউ যদি দানবিক হয়, সমাজ মানবিক হবে কী করে?' ফাঁসির দাবিতে ফের সরব মমতা
আজ তক | ২১ জানুয়ারি ২০২৫
আরজি কর মামলার রায় নিয়ে গতকালই 'সন্তুষ্ট নন' বলে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারও এই নিয়ে মুখ খুললেন। মালদার সভায় মুখ্যমন্ত্রী বললেন, 'এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়? বিরল, স্পর্শকাতর, খুবই জঘন্য অপরাধ।' অন্য দিকে, মঙ্গলবারই সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
এদিন আরজি করের রায় প্রসঙ্গে মমতা বলেন, 'আমরা ফাঁসি চাই বলেছিলাম। যদি কেউ দানবিক হয়, পাশবিক হয়, তা হলে সমাজ কি মানবিক হতে পারে? আমরা অপরাজিতা বিল পাশ করেছি বিধানসভায়। মৃত্যুদণ্ড রেখেছি...সেই বিল কেন্দ্রীয় সরকার ফেলে রেখে দিয়েছে...।'
এরপর মমতা আরও বলেছেন, 'যাবজ্জীবন মানেটা কী? অনেক কেসে দেখেছি, ২-৩ বছরে বেরিয়ে গিয়েছে। প্যারোলে বেরিয়ে যায়। তা হলে অন্যায় করেও ক্ষমা করে দেব তাকে? কেন বলবে, আমি স্তম্ভিত। আমি নিজেও আইনজীবী ছিলাম। আইনটা পড়েছি... কী করে বলেন! এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ নয়? আমি মনে করি, বিরল, স্পর্শকাতর, খুবই জঘন্য অপরাধ। ক্রাইম করে বেঁচে গেলে সে তো আবার ক্রাইম করার চেষ্টা করবে। সেটাতে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা-বোনেদের সম্মান রক্ষা করবে। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনও অসঙ্গতি দেখলে পুলিশের কানে তুলবেন।'
এই প্রসঙ্গে আশা কর্মী, আইসিডিএস কর্মীদের সজাগ হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রিন পুলিশের উদ্দেশে বলেছেন, 'গ্রিন পুলিশরা গ্রামে গ্রামে খোঁজখবর রাখবেন।'