আবার তাপমাত্রা নামবে, কবে থেকে? পূর্বাভাস দিয়ে দিল হাওয়া অফিস
আজ তক | ২১ জানুয়ারি ২০২৫
জানুয়ারির শেষ বেলায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে রয়েছে। ভোর বা সন্ধ্যার পর ঠান্ডা মালুম হলেও বেলা গড়ালে রোদের তাপে তেমন জাঁকিয়ে শীতের আমেজ নেই। এই পরিস্থিতিতে আর কি কলকাতায় নতুন করে হাড়কাঁপানো ঠান্ডা পড়বে? এই প্রশ্নই তাড়া করছে শহরবাসীর মনে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ দিন সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তারপরে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে ঠান্ডা?
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়বে। ২৬ জানুয়ারি থেকে ফের ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ২ দিনে সর্বনিম্ন তাপামাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়তে পারে। ২৬ জানুয়ারি থেকে ফের ২-৩ ডিগ্রি করে তাপমাত্রা কমবে।
বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস সূত্রে খবর, ২৮ জানুয়ারি দার্জিলিং ও কালিম্পঙের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ এবং ন্যূনতম ৪২ শতাংশ।