• ট্রাম্প ফিরতেই সোনার দামে আশার আলো, আজ Gold Rate কত?
    আজ তক | ২১ জানুয়ারি ২০২৫
  • আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিশ্বের অর্থনীতিতে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। সোনার দাম থেকে শুরু করে শেয়ারবাজারের গতিবিধি দেখে ট্রাম্পের ক্ষমতায় আসা বিশ্ব বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে মনে করা হচ্ছে। আজ কলকাতায় অনেকটা কমল সোনার দাম। শপথ নেওয়ার প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প চিন ও অন্যান্য দেশের বিরুদ্ধে ব্যাপক বাণিজ্য শুল্ক আরোপের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। এ কারণে সোনার দাম বাড়তে থাকে, অন্যদিকে ক্ষতির মুখে পড়ে মার্কিন ডলার।

    ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্বজুড়ে জল্পনা চলছিল তিনি কয়েকটি দেশের উপর বাণিজ্য শুল্ক আরোপ করবেন। তবে ক্ষমতা গ্রহণের পর তিনি এ বিষয়ে কিছুটা সময় নিয়েছেন। এর পর বিশ্ব শেয়ারবাজারে স্বস্তি দেখা যায়। তবে মার্কিন ডলারের ওপর চাপ দেখা গেছে। অন্যদিকে, ডলারের দরপতনের কারণে সোনার দামও বেড়েছে।

    আজ কলকাতায় সোনার দাম কত?
    এদিকে কলকাতায় গত দু'দিনের থেকে অনেকটা কমল সোনার দাম। প্রতি গ্রামে ১০০ টাকা করে কমেছে। আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম রয়েছে ৭৫, ৮০০ টাকায়। ২৪ ক্যারেট ১০ গ্রাম খুচরো পাকা সোনার দাম ৭৯,৭৫০ ও ১০ গ্রাম পাকা সোনার বাট ৭৯, ৩৫০ টাকা। গত দু'দিন সোনার দাম ছিল ৭৫, ৯০০ টাকা। আগামী দিনে আরও দাম কমার সম্ভাবনা দেখছেন স্বর্ণ ব্যবসায়ী ও ক্রেতারা।

    ভারতে সোনার দাম কত?
    তবে ভারতে সোনার দাম বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। মানিকন্ট্রোল রিপোর্ট অনুযায়ী, দেশের বেশিরভাগ শহরে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম প্রায় ৮১,৩০০ টাকা। যেখানে ২২ ক্যারেট সোনার দাম প্রতি দশ গ্রাম ৭৫,০০০ টাকা।

    গত তিন বছরে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে সোনার দাম ব্যাপকভাবে বেড়েছে। ২০২০ সালে, সোনার দাম প্রতি ১০ গ্রাম প্রায় ৫০ হাজার টাকা ছিল, যা এখন ৮০ হাজার টাকা ছাড়িয়েছে।
  • Link to this news (আজ তক)