কিরণ মান্না: বস্তাবন্দি বিবাহিত মহিলার মৃতদেহের মুণ্ডুর খোঁজে জোর তল্লাশি অভিযান চালাচ্ছে দুই জেলার পুলিস। পূর্ব মেদিনীপুর জেলায় পর পর ২টি মুণ্ডুহীন মহিলার বস্তাবন্দী দেহ উদ্ধার হয়। যা জেলা পুলিস প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে। কে বা কারা এই খুনের পিছনে রয়েছে, তা জানতে জোরকদমে চলছে তদন্ত।
গত রবিবার ময়নার রায়চকের চন্ডিয়া নদীতে বস্তাবন্দি এক বিবাহিত মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়না থানার পুলিস|সেই বস্তা থানায় নিয়ে এসে খুলতেই তাজ্জব হয়ে যায় পুলিস|ওই মহিলার মৃতদেহে মুণ্ডু ছিল না। পরনে লাল ব্লাউজ এবং সবুজ সায়া ছিল| শরীর থেকে দুর্গন্ধ বেরচ্ছিল| পুলিসের প্রাথমিক অনুমান ওই মৃতদেহটি জোয়ারের জলে ভেসে আসেনি|
দুষ্কৃতীরা কোনও জায়গায় খুনের পর বস্তাবন্দি করে নিয়ে এসে নদীতে ফেলে দিয়েছে| সবং থানার ওসি সহ ময়না থানার ওসি এবং জেলার এসডিপিও মুণ্ডুর খোঁজে তদন্ত চালাচ্ছে |এখনও পর্যন্ত এই মহিলার মৃতদেহের খোঁজে কোনও পরিবার থানাতে এসে দাবি করেনি বলেও জানা গিয়েছে। তবে পূর্ব মেদিনীপুর জেলায় পর পর দুটি ঘটনায় বস্তাবন্দি মহিলার মুণ্ডুহীন দেহ পাওয়া গেল।
প্রায় মাস তিনেক আগে রামনগর থানা এলাকায় এক মহিলার মুণ্ডুহীন বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। তার সঠিক কিনারা এখনো হয়নি। অপরদিকে ফের ময়না থানা এলাকায় এক মহিলার মুণ্ডুহীন বস্তাবন্দি দেহ পাওয়া গেল!