জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যারাকপুরে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে শপিংমল। অতীন্দ্র সিনেমা হলের পাশের একটি ক্যাফেতে ওই আগুন লাগে। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় শপিং মলের একটি দোকান। সঙ্গে আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২ টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে।
বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে। একেবারে রাস্তার ওপরে শপিং মল থাকায় অগ্নি সংযোগের জেরে সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচলও কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। ব্যারাকপুর স্টেশন থেকে ঢিলছোঁড়া দূরত্বে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টিটাগড় থানার পুলিসও। সমগ্র এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।