• সত্যি কলিযুগ! নিজের নাবালিকা কন্যাকে দিনের পর দিন 'ধর্ষণ' বাবার...
    ২৪ ঘন্টা | ২১ জানুয়ারি ২০২৫
  • অনুপ কুমার দাস: আরও এক শিহরন জাগানো ঘটনা নদিয়ার কৃষ্ণনগরে। সৎ নাবালিকা মেয়েকে দীর্ঘ পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। নিজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল বাবার উপর! ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা এই ঘটনার প্রতিবাদে সরব হন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় প্রতিবেশীদের তরফে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে,এদিন কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা নতুন বাজার এলাকা থেকে, অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিস। অভিযুক্ত বাবার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

    পুলিস সূত্রে খবর ধৃতর বিরুদ্ধে পক্সো মামলা রুজু করে আজ আদালতে পাঠায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস। অভিযুক্তর বাবার নাম রাজেশ বৈধ্য, বয়স ৪৩। তার প্রথম স্ত্রী মারা যায়,তার এক মেয়েও ছিল। রাজেশ আবার দ্বিতীয় বিয়ে করে, দ্বিতীয় স্ত্রীরও এক সন্তান রয়েছে, প্রথম স্ত্রীর সন্তান, এবং দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন রাজেশ বৈধ্য। প্রথম স্ত্রীর কন্যা সন্তান এর বয়স প্রায় ১৭, এবং তাকেই পাঁচ বছর ধরে ধর্ষণ করে বলে জানা যাচ্ছে। নাবালিকা পাশের বাড়ির এক প্রতিবেশী সম্পর্কে নাবালিকার মামী তাকে জানায় নাবালিকা, প্রতিবেশীরা ওঁত পেতে ছিল হাতেনাতে ধরার জন্য, গতরাতে হাতেনাতে বাবা মেয়ে কে ধরে ফেলে। পুলিস কে খবর দিলে পুলিস প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। অভিযুক্ত বাবাকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিস।

    মানুষের লালসার যেন আর শেষ নেই। বাবা মেয়ের মধ্যে স্নেহমধুর সম্পর্কেও যে এইরম ঘটতে পারে সেটাই সকলকে অবাক করে তুলছে। ভাবিয়ে তুলছে সমাজে কি আর অসম্ভব বলে কিছুই যেন বাকি রইল না! তৈরি করছে ঘোর অস্বস্তির বাতাবরণ, সন্দেহের আবহ।

     

  • Link to this news (২৪ ঘন্টা)