দেবব্রত ঘোষ: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম আবির্ভাব দিবস ও জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠের ভক্তসমাগম আজ। ভোর সাড়ে চারটায় স্বামীজীর মন্দিরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে পুজোর সূচনা। এরপর বেদপাঠ, স্তব গান, বিশেষ পূজা ও হোমের আয়োজনও করা হয়। ১২ জানুয়ারি দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তবে মঠ-মিশনে জন্মদিন নয়, জন্মতিথিই পালিত হয়। সেই রকমই আজকের দিনটিতে, ২১ জানুয়ারি, স্বামীজির জন্মতিথি। তা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বেলুড়ে এবং অন্যত্র।
বেলুড়ের অস্থায়ী মঞ্চেও সকাল থেকেই এই বিশেষ উপলক্ষ্যে চলছে নানা অনুষ্ঠান। আছে সংগীতানুষ্ঠানের আয়োজন। ওদিকে স্বামীজীর বাসভবনেও প্রতিবছরের মতোই আজ, মঙ্গলবার সকাল থেকেই চলছে স্বামীজির পছন্দের উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়াল। সঙ্গে বিবেকানন্দ গীতি, শাস্ত্রীয় সংগীত যুগলবন্দি ও তবলা লহরা।
আজ দুপুর তিনটেয় অস্থায়ী মঞ্চে হবে ধর্মসভা। যেখানে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী উপস্থাপনা করা হবে। স্বামীজিকে নিয়ে আলোচনা করা হবে।
আজকের এই বিশেষ দিনে বেলুড় মঠের পক্ষ থেকে মা সারদা সদাব্রত ভবনে বেলা ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বেলুড়ে সমাগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। এদিন বেলুড়মঠে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে। ফলে তাঁদের নিরাপত্তার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। ভক্তদের নিরাপত্তার খাতিরে হাওড়া সিটি পুলিসের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।