অবশেষে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডে ছুটল মেট্রো রেল। হতে পারে ট্রায়াল রান, তবু সব বাধা কাটিয়ে যে ট্রেন চলেছে, এই বা কম কী? মঙ্গলবার প্রথম ট্রায়াল রান হলো শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রোপথে। উপস্থিত ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি, কলকাতা মেট্রোর আধিকারিক ও কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের সদস্য-সহ অন্যান্যরা। প্রথম টেস্টেই—মিশন সাকসেসফুল।
মঙ্গলবার প্রথম ট্রায়াল রান হলো শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি ২.৬৩ কিলোমিটার পথে। সকাল ১১টা ২০ মিনিটে শিয়ালদহ মেট্রো স্টেশন ছাড়ে ট্রায়াল রেক এমআর-৬০৭। এসপ্ল্যানেড পৌঁছয় ঠিক ১১টা ৩১ মিনিটে। এই ট্রায়াল রান পুরোপুরি সফল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাকি রইল কমিশনার অব রেলওয়ে সেফটি বা সিআরএস-এর ছাড়পত্র। সেটা হাতে এলে কলকাতা মেট্রোর হাত ধরে গণপরিবহণে নয়া দিগন্ত খুলে যাবে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্যে এই গ্রিন লাইন। এখন গ্রিন লাইনের দু’টি ভাগ রয়েছে। গ্রিন লাইন-১ ও ২। প্রথমটি সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি, দ্বিতীয়টি এসপ্ল্যানেড থেকে হাওড়া অবধি। তবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো চালু হয়ে গেলে, একটিই গ্রিন লাইন হবে।
এই গ্রিন লাইন জুড়তে গিয়ে গত কয়েক বছরে দফায় দফায় বাধা পড়েছে। বউবাজারে কাজ করতে গিয়ে কম বিপত্তি হয়নি। তবে সে সব ফাঁড়া কাটিয়ে মঙ্গলে আশার আলো এসে পড়ল পাতালপথে। খুব শিগগিরি অত্যাধুনিক ‘কমিউনিকেশনস বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম’-এর কাজ শুরু হওয়ার কথা। এর পরই সিআরএস-এর ছাড়পত্র পেয়ে যাত্রী নিয়ে ছুটবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মেট্রো।