মঙ্গলবার বর্ধমান-নবদ্বীপ রোডে একটি যাত্রিবাহী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আহতের সংখ্যা প্রায় ৪০। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানদিঘি থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে নিয়ে চলে উদ্ধারকাজ। কয়েকজনকে স্থানীয় হাসপাতালে বাকিদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে নবদ্বীপগামী বাসটি ছোটবেলুন গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়ানজুলিতে উল্টে যায়। গতি বেশি ছিল বলেই মনে করা হচ্ছে। এরপর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি উল্টে যায়। ঘটনার আরও তদন্ত করছে দেওয়ানদিঘি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে যায়। অনেকেই আহত হয়েছেন। পুলিশ-প্রশাসনের সাহায্যে সকলকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বেশ কয়েকজনকে আবার বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করাও হয়েছে।’