• পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাঝে মেরেকেটে তিনমাস। পূর্ব মেদিনীপুর জেলায় বস্তাবন্দি পরপর দুই মহিলার মুণ্ডহীন দেহ ভাবিয়ে তুলেছে পুলিশকে। এই ঘটনা নিছক খুন না এর পিছনে রয়েছে তন্ত্র সাধনার মতো কোনও বিষয়? মুণ্ডের খোঁজে জোরদার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

    গত রবিবার ১৯ জানুয়ারি ময়নার রায়চক–এর চন্ডিয়া নদীতে একটি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহটি একজন মুণ্ডহীন মহিলার। দেহে পচন ধরেছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুনের পর বস্তাবন্দি করে দেহটি ভাসিয়ে দেওয়া হয়েছে। দেহ উদ্ধারের পর থেকেই তাঁর মুণ্ড উদ্ধারে নামে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মহিলার খোঁজে তাঁর কোনও পরিচিত বা পরিজন এসে খোঁজ নেয়নি। 

    এই ঘটনার মাস তিনেক আগে রামনগর থানা এলাকায় বস্তাবন্দি এক মহিলার দেহ উদ্ধার করেছিল পুলিশ। ওই দেহেও কোনও মুণ্ড ছিল না। দেহ থেকে মুণ্ডচ্ছেদের ধরন দেখে ঘটনার সঙ্গে কোনও তন্ত্র সাধনার যোগ রয়েছে কিনা সেই বিষয়টিও পুলিশকে ভাবায় বলে জেলা পুলিশের একটি সূত্র মারফত জানা যায়। একেবারে ওড়িশা লাগোয়া এলাকা থেকে দেহ উদ্ধারের পর এরকম সন্দেহও জাগে, খুন করে দেহ পশ্চিমবঙ্গের সীমানার ভিতরে ফেলে দেওয়া হয়নি তো?
  • Link to this news (আজকাল)