• ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কাঁটাতার নেই উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকের সীমান্তবর্তী এক বিস্তীর্ণ এলাকায়। এই এলাকায় কাঁটাতারের জন্য প্রয়োজন জমি ও তার চিহ্নিতকরণ। মঙ্গলবার গাইঘাটা ব্লক অফিসে এবিষয়ে বিএসএফ-এর সঙ্গে একটি বৈঠক করে গাইঘাটা ব্লক প্রশাসন। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি ছাড়াও বৈঠকে ছিলেন বিএসএফ-এর ৫ এবং ১৪৩ নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা। ছিলেন স্থানীয় প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। 

    এবিষয়ে বিডিও বলেন, 'রামনগর এবং ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত। এই এলাকায় কাঁটাতার দেওয়ার প্রয়োজনে প্রায় ১০০ একর জমি কেনা হবে। জমি নিয়ে কোনও সমস্যা নেই এবং কেনার কাজও শুরু হয়েছে।' 

    উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি জানান, কাঁটাতারের জন্য কোনও জমিজট নেই। ফেব্রুয়ারি মাসের মধ্যেই জমি মাপা হয়ে যাবে। উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সীমান্তে বেড়া দেওয়া নিয়ে একাধিকবার বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র সঙ্গে কোথাও বিএসএফ, আবার কোথাও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীদের অভিযোগ, কোথাও কোথাও সীমান্তে বেড়া না থাকার সুযোগ নিয়ে পড়শি দেশ থেকে এপারে এসে তাঁদের ফসল লুট করে নিয়ে গিয়েছে সে দেশের দুষ্কৃতীরা। 

    সম্প্রতি মালদহের বৈষ্ণবনগরে সীমান্তে বাংলাদেশিরা ভারতে ফসল লুট করতে এলে রুখে দাঁড়ান ভারতীয় গ্রামবাসীরা। এগিয়ে আসে বিএসএফ। কিন্তু অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীরা শুধুমাত্র ওই ঘটনায় বিএসএফের দিকে পাথর বৃষ্টি নয়, বোমাও ছোঁড়ে।
  • Link to this news (আজকাল)