• আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মালদহের কর্মসূচি শেষ করে আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার দুপুর তিনটায় নাগাদ বিশেষ বিমানে হাসিমারার বায়ুসেনার ছাউনিতে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে বিকাল সাড়ে তিনটা নাগাদ মালঙ্গি বনবাংলোতে তিনি পৌঁছন। মাঝে হাসিমারা গুরুদ্বারা সহ একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়ায়। 

    কোথাও শিশুদের কোলে তুলে নেন, কোথাও আবার কোনও শিশুর আবদারে নিজের ছবিতে অটোগ্রাফও দেন মুখ্যমন্ত্রী। কথা বলেন দলের নেতা মৃদুল গোস্বামীর সঙ্গে। 

    বুধবার আলিপুরদুয়ার শহরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমুখী পরিষেবা প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেবেন। জানা গিয়েছে, এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী প্রায় আট হাজার চা শ্রমিককে জমির পাট্টা দিতে চলেছেন। এ ছাড়া, কয়েকশো চা শ্রমিক পাবেন চা সুন্দরী প্রকল্পের ঘর।
  • Link to this news (আজকাল)