• 'উনি বাংলার ব্যস্ততম নেতা', সাংগঠনিক বৈঠকে গরহাজির শুভেন্দুকে খোঁচা সুকান্তর?
    আজ তক | ২২ জানুয়ারি ২০২৫
  • বিজেপির সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার? তার মন্তব্যের পর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। শুভেন্দু অধিকারীর গরহাজিরা প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বলেন, 'শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব‍্যস্ততম নেতা। তাঁর অনেক কর্মসূচি থাকে। এত সময় পাবেন কী করে?' 

    মঙ্গলবার সল্টলেকে এক প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক কর্মশালা ছিল। সেই কর্মশালায় হাজির ছিলেন কেন্দ্রীয়স্তরের নেতারা। রাজ্যস্তরের প্রথম সারির সব নেতা উপস্থিত ছিলেন। তবে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। বৈঠক শেষে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর গরহাজিরা নিয়ে প্রশ্ন করেন সুকান্ত মজুমদারকে। 

    তখনই বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলনেতার ডাক থাকে না সবসময়। তাঁকে নিয়ে আমরা আলাদা করে বসি। এখন শুধু নয়, আগেও উনি আসতেন না।' এরপর বলে বসেন, 'শুভেন্দুদা তো সাংগঠনিক বৈঠকে থাকনে না। উনি কমফোর্ট ফিল করেন না। আমাদের সাংগঠনিক প্রক্রিয়া অনেক লম্বা সময় ধরে চলে। উনি অত সময় দিতে পারেন না।' তারপরই তাঁকে বলতে শোনা যায়, 'শুভেন্দু অধিকারী এখন রাজ্যের ব্যস্ততম নেতা। তাঁর অনেক কর্মসূচি থাকে।' 

    প্রসঙ্গত, আগামী বছর বিধানসভা ভোট। তার আগে ঢেলে সাজানো হচ্ছে বিজেপির সংগঠন। ঘন ঘন বৈঠকও হচ্ছে। তবে সেই বৈঠকে শুভেন্দু অধিকারী হাজির না থাকায় বিজেপির অন্দরে একাধিক প্রশ্ন ঘুরছে। এরইমধ্যে সুকান্ত মজুমদারের এই মন্তব্যের অনেকের মনে জিজ্ঞাসা, তাহলে কি রাজ্য়ের বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন রাজ্য় সভাপতি? 
  • Link to this news (আজ তক)