• সঞ্জয়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য
    দৈনিক স্টেটসম্যান | ২২ জানুয়ারি ২০২৫
  • আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করল রাজ্য। মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আরজি কর কান্ডে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার সহ রাজ্য সরকারও। তাই দোষী সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে আবেদন করল রাজ্য। রাজ্য যে সর্বোচ্চ শাস্তি চাইবে, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এদিন মামলা দায়ের করার অনুমতি চান রাজ্যের আইনজীবী জেনারেল কিশোর দত্ত। অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

    গত সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আদালতের রায় দেখে স্তম্ভিত। এই ঘটনাকে বিরলতম ঘটনা মনে করা হচ্ছে না। আমি মনে করি, এই ঘটনাটি অবশ্যই বিরলের মধ্যে বিরলতম ঘটনা, যেখানে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। কীভাবে এই ঘটনাকে বিরলতম নয় বলে ঠিক করা হল? আমরা ফাঁসির সাজা চাইছি।’ এই ঘটনাকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

    গত সোমবার শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ–খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। সঞ্জয়ের সাজা নিয়ে ওই দিনই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় দাঁড়িয়ে এই নিয়ে তিনি বলেছিলেন, ‘ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।’ তারপরেই কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা বলেছিলেন তিনি। জয়নগর, গুড়াপ সহ গত কয়েক মাসে কয়েকটি ধর্ষণ মামলায় দোষীর ফাঁসির সাজা হয়েছে। ওই ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘গত কয়েক মাসে এই ধরনের অপরাধে মৃত্যদণ্ডের সাজা হয়েছে। তবে এক্ষেত্রে হল না কেন? আমি মনে করি এই অপরাধ অত্যন্ত জঘন্যতম। তাই দোষীর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।’

    দোষী সঞ্জয় রায়ের সাজা দেওয়ার বিষয়ে ১৭২ পাতার নির্দেশনামায় শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস নানা প্রসঙ্গ তুলে ধরেছেন। উঠেছে হাসপাতালে নিরাপত্তার ঘাটতির বিষয়ও। এছাড়াও রিপোর্টে তিনি লেখেন, ‘সভ্য সমাজে দাঁতের বদলে দাঁত, নখের বদলে নখ, মৃত্যুর বদলে মৃত্যু নিয়ম নয়। কিন্তু, এটাও সমান সত্যি কথা যে যখন কোনও মানুষ জন্তু হয়ে যায়, সমাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, তখন আইন বলছে, সে জীবন থেকে বঞ্চিত হতে পারে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)