• এসএসকে–এমএসকে শিক্ষকদের বেতন বাড়িয়ে দিল রাজ্য সরকার, কবে হাতে পাবেন?
    হিন্দুস্তান টাইমস | ২২ জানুয়ারি ২০২৫
  • শিক্ষকদের বেতন বাড়ল। যা বাড়ানোর কথা আগে দেওয়া হয়েছিল। সেটা এবার বৃদ্ধি করে কথা রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজ, মঙ্গলবার শিক্ষা দফতর সূত্রে খবর মিলেছে যে, বাংলার এসএসকে অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার। আর এই বর্ধিত বেতন শিক্ষকরা পাবেন ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে। নয়া বেতন হাতে পাওয়ার আনন্দে এখন খুশির হাওয়া বইতে শুরু করেছে শিক্ষকদের মনে। এসএসকে এবং এমএসকে মিলিয়ে রয়েছেন কয়েক হাজার শিক্ষক।

    কিছুদিন আগেও এসএসকে এবং এমএসকে শিক্ষকরা অভিযোগ তুলেছিলেন তাঁদের বেতন বাড়ছে না। বেতন বাড়ানো হোক তাঁদের। তখন শিক্ষা দফতর জানিয়েছিল, ২০২৫ সালে বেতন বাড়ানো হবে। আর ২০২৫ সালের প্রথম মাসেই বেতন বৃদ্ধির কথা জানিয়ে দেওয়া হল। আজ, মঙ্গলবার শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে। আর বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, এসএসকে এবং এমএসকে’‌র শিক্ষকরা এখন থেকে ৩ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন। ফলে বেতন বেস খানিকটা বাড়বে।


    শুধু বেতন বৃদ্ধিই নয়, নানা সুযোগ–সুবিধার দাবিও ছিল শিক্ষকদের। বহুদিন ধরে এই বেতন বৃদ্ধি এবং একাধিক সুবিধার দাবিতে এসএসকে এবং এমএসকে শিক্ষকরা আন্দোলন করেছেন। এসএসকে এবং এমএসকের কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা কদিন আগেই নিজেদের দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থানেও বসেছিলেন তাঁরা। তারপর বেতন বৃদ্ধি নিয়ে কদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখাও করেছিলেন শিক্ষক–শিক্ষিকারা। অবশেষে রাজ্য সরকার সেই দাবি পূরণ করার কথা জানাতে খুশি এসএসকে এবং এমএসকে’‌র শিক্ষকরা।

    শিক্ষা দফতর সূত্রে খবর, এতদিন শিশু শিক্ষা কেন্দ্রের ‌ সহায়ক/সহায়িকারা ১১ হাজার ২৫৫ টাকা বেতন পেতেন। আগামী মাস ফেব্রুয়ারি থেকে তাঁরা হাতে পাবেন ১১ হাজার ৫৯৩ টাকা। আবার মুখ্য সহায়ক/সহায়িকারা ১১,৬৩৮ টাকার বদলে সামনে ফেব্রুয়ারি মাস থেকে ১১,৯৮৭ টাকা পাবেন। বৃদ্ধি সামান্য হলেও এটা হওয়া দরকার ছিল। তাহলেই অন্যান্য সুযোগ সুবিধাও ধীরে ধীরে মিলবে। রাজ্য সরকার কথা রাখা শুরু করতেই আশার আলো দেখছেন শিক্ষক–শিক্ষিকারা। আর সম্প্রসারক/সম্প্রসারিকা এতদিন ১৪,৬৩২ টাকা বেতন পেতেন। ফেব্রুয়ারি মাস থেকে তাঁরা ১৫,০৭১ টাকা পাবেন। এমনকী মুখ্য সম্প্রসারক/সম্প্রসারিকারা ১৫,৭৫৮ টাকার পরিবর্তে ১৬,২৩১ টাকা পাবেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)