• সঠিক কাগজ ছাড়াই রাস্তায় পুলিশের গাড়ি
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৫
  • শীতল চক্রবর্তী, বালুরঘাট

    দুর্ঘটনা রোধে হামেশাই গাড়ি, মোটরবাইকের কাগজপত্র পরীক্ষা করে দেখে পুলিশ। সঠিক কাগজ না থাকলে জরিমানা করা হয় গাড়ির মালিক বা চালককে। কিন্তু সেই পরীক্ষকদেরই গাড়ির কাগজ ঠিক থাকে না বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুর জেলার ন’টি থানা এবং ৩৪টি ফাঁড়িতে ব্যবহৃত বেশিরভাগ সরকারি গাড়ি ও মোটরবাইকের রেজিস্ট্রেশন থেকে ইন্সুরেন্স, সব প্রয়োজনীয় নথিই অমিল বলে অভিযোগ উঠছে। এই গাড়িগুলি দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে, সেই প্রশ্ন উঠছে।

    পুলিশের তথ্য বলছে, দক্ষিণ দিনাজপুরে জনসংখ্যা প্রায় ২০ লক্ষ। এত বড় একটি জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন ন’টি থানা ও ৩৪টি ফাঁড়ির পুলিশ কর্মীরা। প্রতিটি থানায় তিনটি করে চার চাকার গাড়ি ও দু’টি মোটরবাইক রয়েছে। অথচ, এগুলির সঠিক রক্ষণাবেক্ষণ তো দূরের কথা, আইনি বৈধতাই নেই। মাস দুয়েক আগে গঙ্গারামপুর থানার সুকদেবপুরে মোটরবাইকের ধাক্কায় দু’জন আহত হয়েছিলেন। সেই ঘটনাটি পুলিশ মিটিয়ে নিতে বাধ্য হয়।

    কারণ, মোটরবাইকের কাগজপত্র ঠিক ছিল না বলে অভিযোগ উঠেছিল। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক বলেন, ‘গাড়ির কোনও কাগজপত্র নেই। তাই গাড়ি চালাতে গিয়ে যদি কোনও দুর্ঘটনা ঘটে, তবে পরিবারের কী হবে, তা নিয়ে আতঙ্কে থাকি। বিকল্প না থাকায় ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয়।’

    দক্ষিণ দিনাজপুর জেলার আরটিও সজলকুমার মণ্ডল বলেন, ‘জেলায় কিছুদিন হলো কাজে যোগ দিয়েছি। পুলিশের গাড়ির নথি নিয়ে কিছু জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’ তবে ডিএসপি ট্র্যাফিক বিল্বমঙ্গল সাহা এবং জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, পুলিশের গাড়ির কাগজ ঠিকঠাক আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। গরমিল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • Link to this news (এই সময়)