• ‘পুলিশের গাড়ির কাগজ দেখবে কে?’ বেনিয়মটাই এখন নিয়ম হয়ে গিয়েছে
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৫
  • রনি চৌধুরী, জলপাইগুড়ি

    রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার জন্য সাধারণ মানুষের থেকে ফাইন নিতে পুলিশ ব্যস্ত। কিন্তু যে সমস্ত গাড়িতে পুলিশ আধিকারিকরা ঘুরছেন সেগুলির অধিকাংশের কাগজপত্রের মেয়াদ ফুরিয়েছে। কোনও গাড়ির ইন্স্যুরেন্স শেষ তো কোনওটির ধোঁয়া পরীক্ষা হয়নি বহু দিন। আবার আরটিও–তে রেকর্ড নেই কোনও কোনও গাড়ির। এমনটাই অভিযোগ। আর এই সমস্ত গাড়িতে পুলিশকর্মীরা যখন কর্তব্য পালনে ‍বেরোচ্ছেন তখন যদি কোনও দুর্ঘটনা ঘটে সে ক্ষেত্রে উল্টো দিকে থাকে পরিবারগুলি কি ক্ষতিপূরণ পাবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

    এমনকী, পরিবহণ অ্যাপ বলছে, থানার কাজে যে সমস্ত গাড়ি ব্যবহার করা হচ্ছে, সেগুলির কোনওটি ইন্স্যুরেন্স ও ফিটনেস দুটোই ফুরিয়েছে ২০২২ সালে। আবার কোনও গাড়ির নথি অ্যাপে দেখাচ্ছেই না। ফলে প্রশ্নের মুখে পুলিশ–প্রশাসনের ভূমিকাও।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, ‘স্কুলের ব্যস্ততার মাঝে ভুলে গিয়েছিলাম যে পলিউশন (ধোঁয়া পরীক্ষা) সার্টিফিকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে। এক দিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুলিশ রাস্তায় গাড়ি আমায় আটকায়। ফাইনও করে। অনেক অনুরোধ করি, আজকেই করিয়ে নেব। অথচ আমার কথায় কেউ কান দেয়নি। কিন্তু যে গাড়িতে পুলিশ আধিকারিকরা ঘুরে বেড়াচ্ছেন সেই সমস্ত গাড়ির অধিকাংশ কাগজপত্রের মেয়াদ পেরিয়ে গিয়েছে। তার নজরদারি কে করবে?’

  • Link to this news (এই সময়)