এই সময়, মালদা: মালদার এক পাশে বাংলাদেশ, অন্যদিকে বিহার ও ঝাড়খণ্ড রাজ্য। এই ভৌগলিক অবস্থানের সুযোগ নিয়ে এই জেলায় শিল্পকে আরও বাড়ানো যেতে পারে। বাণিজ্য বাড়াতে রাজ্য সরকার নানা সহযোগিতা করছে। শিল্পপতি, ব্যবসায়ীরা এবার এগিয়ে আসুন। মঙ্গলবার দুপুরে মালদায় সরকারি পরিষেবা প্রদানমূলক অনুষ্ঠানে এসে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের জন্য প্রায় ১২০০ কোটি টাকার ১৯৯টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন তিনি। পাশাপাশি হুইল চেয়ার, সবুজ সাথীর সাইকেল, চোখের আলো প্রকল্পের সামগ্রী উপভোক্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।
এদিন ১২৩টি প্রকল্পের উদ্বোধন করা হয় এবং ৭৬টি প্রকল্পের শিলান্যাস করা হয়। যার মধ্যে রয়েছে চাঁচল মহকুমার সংশোধনাগার, পিঁয়াজ মজুত করার পরিকাঠামো গড়ে তোলা, পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা, রাস্তা নির্মাণ প্রভৃতি। এছাড়া গরিব মানুষদের বসবাসের জন্য পাট্টা বিলি কর্মসূচিও এই সভা মঞ্চ থেকে সূচনা করা হয়।
এদিন মমতা বলেন, ‘যতগুলো প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করা হয়েছে, তা সবই সাধারণ মানুষের সুবিধার জন্য। মালদায় পানীয় জলের যে একটা বড় সমস্যা ছিল, তার সমাধান করতে পেরেছি। এতে এখনও পর্যন্ত খরচ হয়েছে ১৫২ কোটি টাকা। গোটা রাজ্যে আবাস প্রকল্পে ৪৭ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে । আরও অসংখ্য উপভোক্তাদের এই সুবিধা প্রদান করা হবে। লক্ষী ভান্ডারের ক্ষেত্রে বয়সের কোনও সময়সীমা থাকবে না।’ তাঁর অভিযোগ, কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্পের দরুণ ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু সেই টাকা দিচ্ছে না কেন্দ্র। তিনি বলেন, ‘আমের জেলায় অনেক রকম ভাবে বাণিজ্য গড়ে তোলা সম্ভব। মালদার নারায়ণপুরের শিল্পনগরী তৈরি করেছি। সেখানে ভালো ভালো শিল্প গড়ে তোলা যায়। এক্ষেত্রে শিল্পপতিদের এগিয়ে আসতে হবে। বুদ্ধি খাটালেই অনেক ব্যবসা তৈরি হতে পারে।’
মালদায় ইতিমধ্যে মাশরুম চাষের একটা বিশেষ জায়গা তৈরি হয়েছে। এই মাশরুম চাষকে ঘিরে আগামীতে নতুন কোন হাব তৈরি করা যায় কি না, সে বিষয়ে ভাবনা–চিন্তা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। আমের বাণিজ্য বাড়াতে ইতিমধ্যে একটি ট্রিটমেন্ট প্লান্ট তৈরি করা হয়েছে মালদায়। যেখানে রপ্তানিকারী থেকে চাষিরা আমের মরশুমে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার অনুষ্ঠিত হতে চলেছে মালদায়। এই দুয়ারে সরকারের মাধ্যমে এখনও যাঁরা প্রকল্পের আওতায় আসেননি, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন বলে জানান তিনি। এর আগে বাবলা সরকার খুনের পর পুলিশ সুপারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা। তবে এদিন বিভিন্ন প্রকল্পের কাজের মান যাচাই করার পর জেলা পুলিশ ও প্রশাসনের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।