• বাক্স খুলতেই বেরিয়ে এল চিরকুট, ‘কাঁচকলা খাও’
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৫
  • এই সময়, জলপাইগুড়ি: দাবিদারহীন বাক্সকে কেন্দ্র করে বোমাতঙ্ক। কিন্তু সন্ধ্যায় সেই বাক্স খুলতেই বেরিয়ে এল ইঞ্জেকশনের অ্যাম্পেল, এবং চিরকুট। সেই চিরকুটে পুলিশকে উদ্দেশ্য করে লেখা, ‘কাঁচকলা খাও’। রোগী কল্যাণ সমিতির বৈঠক চলাকালীন এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে।

    বাক্স ঘিরে প্রথমে আতঙ্ক ছড়ালেও পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলেই। এদিন বিকেলে জেলা স্বাস্থ্য দপ্তরের ভবনে সিঁড়িতে দাবিদারহীন প্যাকেট করা একটি বাক্স লক্ষ্য করেন দপ্তরের কর্মীরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই বাক্স কেউ নিতে না আসায় বিষয়টি জানানো হয় কোতয়ালি থানায়। খবর পেয়ে বিস্ফোরোক নিরোধক পোশাক পরে ঘটনাস্থলে আসে পুলিশের বম্ব স্কোয়াড। তখন গোটা দপ্তর জুড়ে টানটান উত্তেজনা।

    প্রথমে বাক্সটি পরীক্ষা করেন বম্ব স্কোয়াডের কর্মীরা। কিন্তু তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবু ঝুঁকি না নিয়ে ওই প্যাকেটটি তুলে জলে ভেজানো হয়। পরে সেটি খোলা হয়। তখনই ওই চিরকুট মেলে।

    এই বিষয়ে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট সুরজিৎ সেন বলেন, ‘রোগী কল্যাণ সমিতির মিটিং চলছিল। তখনই বাক্সের কথা জানা যায়। মিটিংয়ে উপস্থিত ছিলেন কোতয়ালি থানার আইসি। তিনিই বম্ব স্কোয়াডে খবর দেন। ওই প্যাকেট উদ্ধার করে পুলিশ হেপাজতে নেয়।’ পুলিশ সুত্রের খবর, ওই প্যাকট থেকে ইঞ্জেকশনের অ্যাম্পেল বেরিয়েছে। কে বা কারা এই কাজ করল সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। এক্ষেত্রে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)