আজকাল ওয়েবডেস্ক: চকোলেট কিনতে এসে ধর্ষণের শিকার হতে হল এক নাবালিকাকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির হাটজন বাজারে। অভিযুক্ত এলাকারই মুদিখানা দোকানের মালিক। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনীয়া। তাঁর দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্তের খোঁজ চলছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, এলাকারই বাসিন্দা এক মহিলা দেখতে ওই নাবালিকাকে দোকানের ভিতর ঢুকিয়ে নিয়ে যাচ্ছে দোকানি। পরবর্তী ক্ষেত্রে তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সব অভিযোগ অস্বীকার করেন প্রদীপ। এলাকাবাসীরা খবর দেন পুলিশকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দোকান থেকে বার হয়ে কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরছিল ওই নাবালিকা। বাড়িতে ফিরে পরিবারের কাছে সবটা জানায় ওই নাবালিকা। এরপরেই পুলিশ অভিযুক্ত ব্যক্তির দাদাকে আটক করে। পলাতক অভিযুক্তের খোঁজ চলাচ্ছে সিউড়ি থানা পুলিশ।
ঘটনার পরিপেক্ষিতে উত্তেজনার বশে বুধবার সকালে আটজন বাজার এলাকায় দোকানে ভাঙচুর চালায় এলাকার মানুষ। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।