ঘন কুয়াশায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত ১, আহত একাধিক
আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে। কুয়াশার কারণে টোটোয় সজোরে ধাক্কা লরির। মৃত একজন। আহত হয়েছেন আরও দু'জন।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
আজ, বুধবার সকাল সাড়ে ছ'টা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার গোবিন্দপুর ১২ নম্বর জাতীয় সড়কে। সকালের ঘন কুয়াশার কারণে, ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হয়েছেন দু'জন। আহতদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই দিগনগরের বাসিন্দা মাছ ব্যবসায়ী কাশেম দফাদার গোবিন্দপুর মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে দিগনগরের দিকে যাচ্ছিলেন। তখনই উল্টো দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার এসে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই কাশেম দফাদার নামে মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়। এবং টোটোতে থাকা আরও দু'জন আহত হন। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানা ও রানাঘাট পুলিশ জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক।