• সঞ্জয়ের ফাঁসি? আজ রাজ্যের আবেদন শুনবে হাইকোর্ট, শুনানি সুপ্রিম কোর্টেও
    আজ তক | ২২ জানুয়ারি ২০২৫
  • আরজি কর মামলায় আজ রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে সুপ্রিম কোর্টেও হবে শুনানি। আরজি করের চিকিৎসক তরুণীকে ধর্ষণ-খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তাকে যাসজ্জীবন কারাদণ্ড দেওয়ায় অসন্তুষ্ট রাজ্য সরকার। ফাঁসির আবেদনে হাইকোর্টে আবেদন জানায় রাজ্য। আজ সকালে হাইকোর্টে  বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে তারই শুনানি হবে। 

    অন্যদিকে, আজ দুপুরে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে আরজি কর মামলার শুনানি রয়েছে।

    মঙ্গলবার সকালে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির আবেদন করেন। সোমবার সঞ্জয়কে ফাঁসি নয় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল শিয়ালদা আদালত। শনিবার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় সঞ্জয়কে দোষীসাব্যস্ত করার পরে সোমবার দুপুরে সাজা ঘোষণা করেন শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অনির্বাণ দাস। 

    যাবজ্জীবনের রায়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায় নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও হত্যা মামলায় আজ আদালতের রায় দেখে আমি সত্যিই মর্মাহত যে এটিকে বিরলের মধ্যে বিরলতম মামলা হিসেবে ধরা হল না। আমি নিশ্চিত যে এটি সত্যিই একটি বিরলতম ঘটনা, যা মৃত্যুদণ্ডের দাবি করে। রায়টি কীভাবে এই সিদ্ধান্তে উপনীত হতে পারে যে এটি একটি বিরলতম ঘটনা নয়?!" তিনি আরও বলেন, আমরা এই সবচেয়ে জঘন্য ও সংবেদনশীল মামলায় মৃত্যুদণ্ড চাই এবং জোর দিচ্ছি। গত ৩-৪ মাসে, আমরা এই ধরনের অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে সক্ষম হয়েছি। তাহলে এই মামলায় কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না? আমি দৃঢ়ভাবে মনে করি যে এটি একটি জঘন্য অপরাধ যার জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। আমরা এখন হাইকোর্টে আসামির মৃত্যুদণ্ডের আবেদন করব।"

    সেইমতো মঙ্গলবারই মামলায় হাইকোর্টের কাছে মৃত্যুদণ্ডের আবেদন করে রাজ্য সরকার।
  • Link to this news (আজ তক)