• নির্যাতিতার পরিবারকে না জানিয়েই আগ বাড়িয়ে সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা, মানল রাজ্য
    হিন্দুস্তান টাইমস | ২২ জানুয়ারি ২০২৫
  • পরিবারকে না জানিয়েই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। স্বীকার করে নিল রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের কাছে বিচারপতি দেবাংশু বসাক জানতে চান যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নির্যাতিতা চিকিৎসকের পরিবার এই মামলার বিষয়ে জানে কিনা। তাতে নেতিবাচক উত্তর দেয় রাজ্য। সেই পরিস্থিতিতে বিচারপতি প্রশ্ন করেন যে নির্যাতিতার পরিবারকে ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব কিনা। সেই আবহে আজ আর মামলার শুনানি হয়নি। আগামী সোমবার ফের শুনানি হবে সেই মামলার। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)