'ইমামদের হাতে দাঙ্গার রেগুলেটর আছে, বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী'
হিন্দুস্তান টাইমস | ২২ জানুয়ারি ২০২৫
সংখ্যালঘুরাই দাঙ্গা করেন। ইমামদের হাতে দাঙ্গার রেগুলেটর হয়েছে। মুখ্যমন্ত্রীর একথাই বোঝাতে চেয়েছেন। মঙ্গলবার মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে এই দাবি করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যের হিন্দুদের প্রতি তাঁর আবেদন, আপনারা একজোট হোন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পাও ধুইয়ে দেবেন।
মঙ্গলহার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলায় এক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘু ও ইমামদের দাঙ্গা রুখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, ‘তার মানে উনি পক্ষান্তরে বোঝাতে চাইছেন যে সংখ্যালঘুরা দাঙ্গা করে। নাহলে তো হিন্দুদের বলা উচিত ছিল আপনারা দাঙ্গা রুখুন। ইমামদের হাতে তার মানে দাঙ্গার কন্ট্রোল থাকে। মুখ্যমন্ত্রী এটা পক্ষান্তরে বার্তাও দিতে চাইছেন যে ইমামদের হাতে রেগুলেটর আছে। কখন দাঙ্গা করবে, কখন দাঙ্গা করবে না। কখন দাঙ্গা কমাবেন, কখন দাঙ্গা বাড়াবেন। আমারও এটাই মনে হয়।’
রাজ্যের হিন্দুদের প্রতি সুকান্তবাবুর আহ্বান, ‘বাকি পশ্চিমবঙ্গবাসীর হিন্দুদের বোঝার সময় এসেছে আমরা যদি একত্রিত না হই মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদেরই নাম নেবেন। পুরোহিত পণ্ডিতদের নাম নেবেন না। অন্য হিন্দুদের নাম নেবেন না। একজোট হয়ে ভোট দিন, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের পা ধুইয়ে দিচ্ছে।’
বলে রাখি, গত কার্তিক পুজোয় মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক পুজোর আলোকসজ্জা ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায়। একের পর এক হিন্দুর ঘর - বাড়ি, দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার জেরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় প্রশাসনকে।