এই সময়, আসানসোল: জলপ্রকল্পে পাইপলাইন পাতার কাজ করছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)। সেই প্রকল্পেরই কেটে রাখা মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হলো তিন ঠিকাকর্মীর। গুরুতর জখম হয়েছেন এক জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের সালানপুরের ডালমিয়ায়। মৃত ঠিকাশ্রমিকদের নাম রাজ্জাক শেখ (২০), রোহিত শেখ (১৮) ও নীতীশ পাসোয়ান (৪৫)।
রাজ্জাক ও রোহিত ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার থবগ্রামের বাসিন্দা। নীতীশের বাড়ি কুলটির নিউ রোডে। আহত সামসুর শেখকে (২০) ভর্তি করানো হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। দুর্ঘটনার পর বিকেলে ঘটনাস্থলে পৌঁছন আসানসোলের মহকুমাশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য ও সালানপুর ব্লকের বিডিও রুশালি কল।
মহকুমাশাসক বলেন, ‘জেলা প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। পাইপলাইন বসানোর কাজ হচ্ছিল এখানে। কোনও ভাবে উপর থেকে মাটি নীচে পড়ে মৃত্যু হয়েছে তিন জনের।’
গত ১০–১২ দিন ধরে পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছিল। খালের মতো করে কাটা ওই এলাকার মাটি রাখা ছিল উপরে। আচমকা উপর থেকে হুড়মুড় করে সেই মাটি ধসে পড়ে। তখন ১৫ ফুট মতো নীচে পাইপ বসানোর কাজ করছিলেন চার ঠিকাকর্মী। তাঁরা সবাই মাটিচাপা পড়েন। স্থানীয়রা জেসিবি এনে মাটি সরিয়ে চার জনকে উদ্ধার করে স্থানীয় পিঠাইকেয়ারি হাসপাতালে নিয়ে আসেন। পরে জেলা হাসপাতালে আনা হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
জখম সামসুর শেখ বলেন, ‘আমি একটু পাশে ছিলাম। তাই পুরোপুরি চাপা পড়িনি। আমার তিন সঙ্গী চাপা পড়ে যায়।’ পিএইচই–র সহকারী ইঞ্জিনিয়ার জানিয়েছেন, একটি ঠিকা সংস্থা পাইপলাইন বসানোর দায়িত্ব পেয়েছিল। তিনি বলেন, ‘মৃত শ্রমিকরা মাটির নীচে ওয়েল্ডিং করে পাইপ জোড়ার কাজ করছিলেন। হঠাৎ উপরে রাখা মাটি আলগা হয়ে নীচে পড়ে। কেন এমন হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা থেকে তদন্তে আসছেন চিফ ইঞ্জিনিয়ার।’