• আরজি কর মামলায় রাজ্যের আবেদন শুনবে হাই কোর্ট, শীর্ষ আদালতেও শুনানি। উত্তরবঙ্গে মমতা। আর কী কী
    আনন্দবাজার | ২২ জানুয়ারি ২০২৫
  • আরজি কর মামলায় আজ রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাই কোর্ট। আজ সকালে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে হবে শুনানি। আরজি করের চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ এবং খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে মঙ্গলবারই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। অন্য দিকে, আজ আরজি কর মামলা শুনবে সুপ্রিম কোর্টও। দুপুর নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানি। উচ্চ এবং শীর্ষ— দুই আদালতের দিকেই আজ নজর থাকবে।

    আজ আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার সরকারি আধিকারিক থেকে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধিদের ওই বৈঠকে ডাকা হয়েছে। এ বারের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার আসনটি জিততে পারেনি তৃণমূল। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও সংশ্লিষ্ট জেলায় তৃণমূলের কোনও বিধায়ক নেই। ফলে আলিপুরদুয়ারে তৃণমূলনেত্রীর আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন জেলা নেতৃত্ব। শাসকদলের একটি সূত্রের দাবি, মমতার উপস্থিতিতে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা আজ তৃণমূলে যোগ দেবেন। ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির টিকিট পাননি প্রাক্তন ওই কেন্দ্রীয় মন্ত্রী। আজ নজর থাকবে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিকে।

    আমেরিকার প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বারের জন্য বসেই ট্রাম্প একের পর এক নির্বাহী নির্দেশে স্বাক্ষর করেছেন। এর অনেকগুলিই বিতর্কিত। কিছু আবার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেনের অনুসৃত নীতির পুরপুরি বিরোধী। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তে বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প আরও কী কী পদক্ষেপ করেন সে দিকে নজর থাকবে আজ।

    আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে যে পদ্ধতিতে এফআইআর দায়ের হয়েছে, তা নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতির প্রশ্ন, কোনও রোগী আসফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ করেননি, তা হলে কী ভাবে তদন্ত শুরু করল পুলিশ? এই মামলায় কেস ডায়েরিও তলব করেছে হাই কোর্ট। আজকের শুনানির দিকে নজর থাকবে।

    আরও কিছুটা চড়ল পারদ। পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে ফের ভাটা পড়ল শীতের আমেজে। আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে চলবে ঘন কুয়াশার দাপট। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহান্তে ফের ফিরতে পারে শীতের আমেজ। শনি ও রবিবার তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • Link to this news (আনন্দবাজার)