• ব্যারাকপুরে চিড়িয়ামোড়ের কাছে চলল গুলি, গুরুতর আহত যুবক
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৫
  • ফের অশান্ত ব্যারাকপুর। বুধবার ভরদুপুরে চিড়িয়ামোড়ের কাছে গুলি চলার অভিযোগ। গুলিবিদ্ধ এক যুবক। আহত যুবকের নাম মহম্মদ ইমদাদ। যুবককে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গুলি চলল, তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।  পুলিশ কমিশনারেটের অফিসের কাছেই এই ঘটনা ঘটায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। 

    জানা  গিয়েছে, ব্যারাকপুর সবজি মহল আবদালি বাজার এলাকায় গুলি চলার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। গুলিবিদ্ধ যুবককে রাস্তায় রক্তাত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ায়  হয়। অবস্থার অবনতি হলে আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    ঘটনাস্থলে গিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। কে বা কারা ওই যুবকের উপর গুলি চালিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘গুলির আওয়াজ শুনেই আমরা এখানে ছুটে আসি। দেখলাম ছেলেটা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি নিজে একটি গুলি চলার শব্দ শুনেছি। তবে কাউকে দেখা যায়নি। কে বা কারা করেছে আমরা কিছু জানি না।’

  • Link to this news (এই সময়)