• বিডিও থেকে আইসি, পথে নেমে কাজ করুন, কড়া বার্তা মমতার
    এই সময় | ২২ জানুয়ারি ২০২৫
  • দায়সারা কাজ চলবে না, আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের বৈঠক থেকে জানিয়ে দিলেন, জেলাশাসক থেকে বিডিও, পুলিশ সুপার থেকে আইসি, কে কতটা দায়িত্ব নিয়ে কাজ করছেন, সব খবরই তাঁর কাছে রয়েছে। নজরদারি যে কতটা জোরালো তা-ও এ দিন স্পষ্ট বুঝিয়ে দেন। বলেন, ‘আমরা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি। আপনি ব্লকে কাজ না করলে, ভাববেন না যে, তা নজরে আসবে না। থার্ড পার্টি দিয়ে ফিল্ড ভেরিফিকেশন করাই।’

    এ দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। এ দিন খুঁটিনাটি প্রতিটি বিষয় নিয়ে আধিকারিকদের প্রশ্ন করেন মমতা। বিডিওদের নির্দেশ দেন, ব্লকে ব্লকে ঘুরে কাজ করতে হবে। আইসিডিএস কেন্দ্র, মিড ডে মিল কেন্দ্র, সুস্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মাঠে কিংবা চা বাগানে কী কাজ হচ্ছে, সবই ঘুরে দেখার নির্দেশ দেন তিনি। ডিএম-এসপিদেরও নিয়মিত এলাকা ঘুরে কাজ করারও নির্দেশ দেন।

    আরও বেশি করে ফিল্ড ভেরিফিকেশনে জোর দিতে হবে, এ দিন বারবার তা বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। কোনও কাজে ত্রুটি থাকলে, পরে তা অন্যের ঘাড়ে ঠেলে দায় সাড়া যাবে না। এ দিনও সরকারি প্রকল্প নিয়ে কাউকে এক পয়সা না দেওয়ার কথা বলেন তিনি। কেউ টাকা চাইলে, এফআইআর করারও পরামর্শ দেন। জানিয়ে দেন, কারও নামে অভিযোগ এলে, তিনি যে পদেই থাকুন, তদন্তের মুখে পড়তে হবে।

    বিভিন্ন প্রকল্প রূপায়ণে কেন সময় লাগছে, এ দিন দপ্তর ধরে ধরে জানতে চান মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল হলে প্রয়োজনে যে কড়া পদক্ষেপ করবেন, সে কথাও জানাতে ভোলেননি মমতা।

  • Link to this news (এই সময়)