৮৭ বছর আগে সভা করেছিলেন, মুর্শিদাবাদের পাঁচথুপিবাসীর হৃদয়ে নেতাজির স্মৃতি আজও অমলিন...
আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত পাঁচথুপি গ্রাম। আজ থেকে প্রায় ৮৭ বছর আগে সেখানে একটি রাজনৈতিক সভা করতে এসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মনে হয়েছিল, এই পাঁচথুপিকে ঠিক গ্রাম বলা চলে না। গ্রামের তকমা না থাক, তবুও পাঁচথুপিবাসীর হৃদয় এখনও নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি অমলিন। কারণ, ১৯২৯ সালের মে মাসে এই গ্রামের মাটিতেই পা পড়েছিল বিশ্ববরেণ্য নেতাজির।
ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যায়, পাঁচথুপির তৎকালীন জমিদার তথা কংগ্রেস নেতা সুনীলমোহন ঘোষ মল্লিকের সঙ্গে একসময় নেতাজির সখ্যতা গড়ে উঠেছিল। সেই সূত্রেই পাঁচথুপিতে একটি রাজনৈতিক সভা করতে এসেছিলেন নেতাজি। মল্লিক বাড়িতে একটি রাতও কাটান তিনি। আজও তাঁর লেখা চিঠি সযত্নে সংরক্ষিত রয়েছে ঘোষ মল্লিক বাড়িতে। দেশনায়ককে সম্মান জানিয়ে পাঁচথুপির নাগরিক মঞ্চের পক্ষ থেকে নেতাজির একটি পূর্ণাঙ্গ মূর্তিও স্থাপিত হয়েছে এই গ্রামের মাটিতে। প্রতি বছর ২৩ জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন সাড়ম্বরে পালন করেন এলাকাবাসী। জমিদারি না থাকলেও যে ঘরে নেতাজি নিশিযাপন করেছিলেন সেই ঘরটি এখনও রয়ে গিয়েছে। যদিও রক্ষণাবেক্ষণের অভাব তা আজ অনেকটাই পরিত্যক্ত। কিন্তু ঘোষ মল্লিক বাড়ির সঙ্গে নেতাজির সম্পর্ক যে কতটা গভীর ছিল তা আজও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ঘোরে। স্থানীয় বাসিন্দা আতাহার শেখ বলেন, ''সুনীলমোহন ঘোষ মল্লিকের কাছেই শুনেছি, নেতাজির পদধূলি পড়েছিল তাঁর বাড়িতে। পাঁচথুপির গ্রামীণ এলাকায় কংগ্রেসের একটি রাজনৈতিক সভা করার পর তার বাড়িতেই এক রাত কাটিয়েছিলেন তিনি। তখন মল্লিকবাবুর স্ত্রী তাঁকে লুচি আলুর দম রেঁধে খাইয়েছিলেন।'' তিনি আরও বলেন, ''কিন্তু পাঁচথুপিতে নেতাজি সুভাষ চন্দ্রের থাকার খবর তৎকালীন ইংরেজ সরকারের কাছে পৌঁছে যায়। তাই কাউকে কিছু না জানিয়েই রাতের অন্ধকারে 'ছদ্মবেশ' ধরে নেতাজিকে গঙ্গা পার হয়ে চলে যেতে হয়েছিল বর্ধমান। আজও আমরা পাঁচথুপিবাসী গর্ববোধ করি যে, আমাদের এই গ্রামের মাটিতে ওই বিশ্ববরেণ্য নেতার পদধূলি পড়েছিল।''
ঘোষ মল্লিক পরিবারের সদস্যা মৌমিতা ঘোষ জানান, আমাদের পরিবারের সঙ্গে নেতাজির যে সখ্যতা ছিল তা ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি। এছাড়া তাঁর লেখা চিঠিও আমরা দেখেছি। তাঁর মতো মহান ব্যক্তিত্বের সঙ্গে পাঁচথুপির যে এই সম্পর্ক তা অনেকে না জানলেও পাঁচথুপিবাসী হিসেবে আমরা গর্বিত।
নেতাজি সুভাষচন্দ্র বোসের পদধূলিতে পাঁচথুপির মাটি যে ধন্য এবং ঘোষ মল্লিক পরিবারে নেতাজির স্মৃতি যে কতটা অমলিন তার সাক্ষ্য আজও বহন করে চলেছে ভাঙাচোরা অবস্থায় দাঁড়িয়ে থাকা ঘোষ মল্লিক জমিদার বাড়িটি।