• ১০০ ঘণ্টা বন্ধ বালি ব্রিজ, বাতিল ২২ জোড়া লোকাল ট্রেন ও একাধিক এক্সপ্রেস ...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: টানা পাঁচ দিন বন্ধ হতে চলেছে বালি ব্রিজ। পূর্বরেলের শিয়ালদহ–ডানকুনি শাখায় বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে পুরোনো লোহার জীর্ণ গার্ডারগুলি পাল্টাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

    ১৯৩১ সালে তৈরি হয় বালি ব্রিজ। গঙ্গার ওপর নির্মিত এই ইস্পাতের সেতুর মাঝে রেল লাইন ও দু’পাশ দিয়ে সড়ক সেতু। রেল সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাত পেরোলেই বন্ধ রাখা হবে বালি ব্রিজ। আগামী ২৭ জানুয়ারি ভোর ৪টা পর্যন্ত প্রায় একশো ঘণ্টা শিয়ালদহ–ডানকুনি শাখায় ট্রেন চলাচলও বন্ধ থাকবে। 

    রেলের তরফে আরও জানানো হয়েছে, এই কারণে শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল করা হয়েছে ২২ জোড়া ডানকুনি লোকাল। বাতিল হবে একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও। সেগুলি হল শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, তেভাগা এক্সপ্রেস, কলকাতা-পাটনা গরীবরথ, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেসকেও বাতিল করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। 

    এই প্রসঙ্গে শিয়ালদহের ডিআরএম জানিয়েছেন, ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলবে না। যে কারণে মোট ২২ জোড়া ডানকুনি লোকাল বাতিল করা হবে। বাতিল হবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন।
  • Link to this news (আজকাল)