• আবাস যোজনার সুবিধা পাইয়ে দিতে কাটমানি চাওয়ার অভিযোগ, মমতার হুঁশিয়ারির পর মুর্শিদাবাদে থানায় অভিযোগ দায়ের...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া অবস্থান নিতেই মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকায় এক পঞ্চায়েত প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে বেশ কয়েকজন উপভোক্তার কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল। 

    ইতিমধ্যেই ওই দু’‌জনের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত সোমবার মুর্শিদাবাদের লালবাগ শহরে প্রশাসনিক সভা করতে এসে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‌সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যদি কেউ এক টাকাও চায় তাহলে দেবেন না। এটা সরকারের টাকা। এই টাকা নেওয়ার অধিকার কোনও ব্যক্তির নেই। যদি কেউ টাকা চায় তাহলে থানায় লিখিত অভিযোগ দায়ের করুন। থানা যদি অভিযোগ না নেয় তাহলে ‘‌সরাসরি মুখ্যমন্ত্রী’‌র নম্বরে ফোন করে জানান।’‌ মুখ্যমন্ত্রী অভয় দেওয়ার পরই মঙ্গলবার বেলডাঙ্গা–২ ব্লকের রামপাড়া ১ এবং আন্দুলবেড়িয়া–১ পঞ্চায়েতের কয়েকজন বাসিন্দা আবাস যোজনায় কাটমানি চাওয়া নিয়ে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করলেন। 

    লিখিত অভিযোগে তাঁরা জানিয়েছেন আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকার আগেই স্থানীয় পঞ্চায়েত সদস্য সত্যনারায়ণ ঘোষ  বেশ কিছু লোকের কাছ থেকে ৫০০০ টাকা করে নিয়েছেন। অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আরও ১০–১৫ হাজার টাকা নিয়েছেন। 

    আন্দুলবাড়িয়া–১ পঞ্চায়েতের এক ব্যক্তি তার লিখিত অভিযোগে জানিয়েছেন, রাজ্যের আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা তিনি পেয়েছেন। কিন্তু এর মধ্যে ৫ হাজার টাকা স্থানীয় পঞ্চায়েত প্রধান রবীন ঘোষ ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। ওই ব্যক্তির আরও অভিযোগ, রবীন ঘোষ তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন ১৫ হাজার টাকা না দিলে দ্বিতীয় কিস্তির বাকি ৬০ হাজার টাকা তিনি পাবেন না। 

    গোটা বিষয়টি নিয়ে রেজিনগরের তৃণমূল বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর–মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বলেন, ‘‌কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রী যে অবস্থান নিয়েছেন তার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই। আমিও খবর পেয়েছি আমার এলাকায় এরকম দু–একটি ঘটনা ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেবে তাকে সমর্থন জানাবো।’‌ 

     
  • Link to this news (আজকাল)