বাড়িতে ডেকে এনে জোর করে কিশোরীকে বিয়ে প্রৌঢ়ের, পুলিশ আসার আগেই বেপাত্তা ...
আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কিশোরীর সঙ্গে বিয়ে হল প্রৌঢ়ের। জানাজানি হতেই পলাতক অভিযুক্ত প্রৌঢ়। গত ১৬ জানুয়ারি ঘটনাটি ঘটেছে নদিয়ায় নবদ্বীপের ইদ্রাকপুরের মাঝেরপাড়ায়। কিশোরীকে উদ্ধার করে হোম-এ পাঠিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, কোতোয়ালি থানা এলাকার দিকনগরের বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওই কিশোরীকে নিজের বাড়িতেই বিয়ে করেন। নাবালিকার দিদি জানান, তাঁরা খুবই গরিব। পরিচিত এক আত্মীয় এই বিয়ের আয়োজনের নেপথ্যে আছেন। তাঁর বোনকে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং অভিযুক্ত জোর করে বিয়ে করেন বলে দিদি অভিযোগ জানান।
এরপর খবর পেয়ে দিদি যোগাযোগ করেন স্থানীয় নবদ্বীপ থানার সঙ্গে। পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে। তার 'মেডিক্যাল টেস্ট' করানো হয়। এরপর কিশোরীকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে কিশোরী হোমেই আছে। এর পাশাপাশি অভিযুক্ত বুদ্ধদেবের সন্ধান করছে পুলিশ। জানা গিয়েছে, পুলিশ আসার আগেই অভিযুক্ত বেপাত্তা।