• ভরদুপুরে ব্যারাকপুরে শুটআউট, গুলিবিদ্ধ যুবক 
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার লেগেছিল ভয়াবহ আগুন। বুধবার ভরদুপুরে গুলি চলল ব্যারাকপুরে। জানা গেছে, বুধবার দুপুরে ব্যারাকপুরের পাইপরোডে শুটআউটের ঘটনা ঘটে। এক যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে যুবকের বুকে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি। এই ঘটনায় ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। 

    জানা গেছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসের সামনেই এই ঘটনা ঘটে। তিন দুষ্কৃতী বাইকে এসে হামলা চালায় বলে অভিযোগ। ওই যুবকের উপর গুলি চালিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা। বুকে গুলি লেগে পড়ে যান সেই যুবক। 

    জানা গেছে, ঘটনার সময় রাস্তায় লোকজন ছিলেন। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

    প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজ্যে একাধিক শুটআউটের ঘটনা ঘটেছে। এবার ঘটল ব্যারাকপুরে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

    গুলিবিদ্ধ যুবকের নাম শেখ ইমতিয়াজ। পরিবারের দাবি, তাঁরা গুলির শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখেন ইমতিয়াজ রাস্তায় পড়ে আছে। কি কারণে গুলি চালানো হল তা নিয়ে ধন্দে পরিবার। জানা গেছে, ওই যুবক ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের সামনে দাঁড়িয়েছিলেন। আচমকাই তিন দুষ্কৃতী এসে যুবককে ঘিরে ধরে গুলি চালায়। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা যুবকের পূর্বপরিচিত। 
  • Link to this news (আজকাল)