আজকাল ওয়েবডেস্ক: মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলা। জানা গেছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বাসভবনের অফিসের টেবিলের কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পরেই ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি সেন্ট্রাল বিশ্বজিত নস্কর। মন্ত্রীর বাসভবনে পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে হামলা হল তা প্রশ্ন উঠছে।