• এবার ট্যাংরায় হেলে পড়ল বহুতল!‌ নিয়মের তোয়াক্কা না করেই তৈরি হচ্ছিল, অভিযোগ স্থানীয়দের...
    আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাঘাযতীনের পর ট্যাংরা। হেলে পড়ল বহুতল। জানা গেছে, বুধবার সকালে কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে পাশের একটি বাড়ির উপর। নির্মীয়মাণ বহুতল বলে কোনও বাসিন্দা সেখানে ছিলেন না। ফলে হতাহতের খবর নেই।

    তবে রাজমিস্ত্রিরা থাকতেন বলে জানা গেছে। যদিও তাঁদের কোনও ক্ষতি হয়নি। স্থানীয় সূত্রে খবর, ২০২৪ সালে  বহুতলটির নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু আচমকাই পাঁচ তলার নির্মীয়মাণ বহুতলটি হেলে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

    স্থানীয়রা অভিযোগ তুলেছেন, বহুতলটি নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কোনও শর্তই নাকি মানা হয়নি। পাশের বাড়িগুলির সঙ্গে যে নূন্যতম দূরত্ব রেখে নির্মাণকাজ করতে হয় সেই বিষয়টিও মানা হয়নি। ঘটনার কথা পুরসভায় জানানো হয়েছে। জানা গেছে পুরসভা ওই বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।

    প্রসঙ্গত, গত সপ্তাহে কলকাতা পুরসভার ৯৯ নং ওয়ার্ডে বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগর কলোনির একটি আবাসন হেলে পড়ে। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। জানা গিয়েছিল, কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল। ওই ঘটনায় প্রোমোটারকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। 
  • Link to this news (আজকাল)