ফের যান্ত্রিক ত্রুটি! একাধিক মেট্রো বাতিলের অভিযোগ যাত্রীদের, দমদমে হইচই...
আজকাল | ২২ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবার অফিসের ব্যস্ত সময়ে ফের ব্যাহত মেট্রো পরিষেবা। যাত্রীদের অভিযোগ বাতিল করা হয় পরপর অন্তত তিনটি মেট্রো। যার ফলে বুধবার দুপুরে ভিড় বাড়তে থাকে একের পর এক স্টেশনে। ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে দমদম স্টেশনে এক মহিলা যাত্রী পড়ে গিয়ে জখমও হন।
মেট্রো সূত্রে খবর বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে একটি মেট্রো রওনা দেওয়ার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মেট্রোটি কিছুতেই স্টার্ট হচ্ছিল না। ফলে মেট্রো ফাঁকা করে দেওয়া হয়। পরে ওই রেকের যাত্রীদের নিয়ে অন্য একটি রেক ১২টা ৫০ মিনিটে রওনা দেয়। মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিষেবা বন্ধ হয়নি। একটি মেট্রো ছাড়তে পারেনি। ১০ মিনিট পরে অন্যটি ছাড়ে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।
তবে যাত্রীদের দাবি, পর পর তিনটি মেট্রো বাতিল হওয়ার পর একটি মেট্রো আসে দমদম স্টেশনে। ভিড় এতই বেশি ছিল যে, অনেক যাত্রীই ওই মেট্রোয় উঠতে পারেননি। মেট্রোয় উঠতে গিয়ে চোট পান এক মহিলা যাত্রী।
যাত্রীদের দাবি, তিনটি মেট্রো বাতিল হওয়ার পর দুপুর ১টা ৩ মিনিটে দমদম স্টেশনে একটি মেট্রো আসে। স্টেশনে এতটাই ভিড় ছিল যে অনেকেই ওই ট্রেনে উঠতে পারেননি।
যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি সামাল দিতে পরপর তিনটি মেট্রো চালানো হয়।