• চিড়িয়ামোড়ে প্রকাশ্যে যুবককে বুকে গুলি, ব্যারাকপুরে আবার শ্যুটআউট
    আজ তক | ২২ জানুয়ারি ২০২৫
  • ব্যারাকপুরে ফের গুলি চলল। বুধবার দুপুরে প্রকাশ্যে যুবককে বুকে গুলি চালায় দুস্কৃতীরা। ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ব্যারাকপুরের চিড়িয়ামোড়ের। পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ যুবকের নাম মহম্মদ ইন্দাস। ঘটনার পর স্থানীয়রা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় বি এন বসু হাসপাতলে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়া. দ্রুত তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

    ঘটনাস্থল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকাতেই। স্বাভাবিকভাবেই সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনে দুপুরে গুলি চলায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চিড়িয়ামোড়ের পাইকমোড়ে ৩ দূস্কৃতী খুব সামনে থেকে ওই যুবককে গুলি করা হয়েছে বলে প্রতক্ষদর্শীরা জানিয়েছেন। কে বা কারা, কী কারণে গুলি চালাল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরই পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। খতিয়ে দেখা হচ্ছে, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ। 

    স্থানীয় সূত্রের খবর, ব্যারাকপুরের আবদালি বাজারের পাশেই রয়েছে বিদ্যুৎ দফতরের একটি পরিত্যক্ত বিল্ডিং। সেখানেই এদিন গুলি চালানোর ঘটনা ঘটে। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন।

    প্রাথমিক তদন্তে পুলিশের কর্তাদের অনুমান, পুরনো কোনও শত্রুতার জেরেই এই গুলি কাণ্ড। তবে ঘটনাস্থলের অদূরেই পুলিশ কমিশনারের অফিস। স্বভাবতই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঘটনার পর পুলিশের কর্তাদের ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। 

     
  • Link to this news (আজ তক)