শীতের আমেজ উধাও, আরও ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, কবে থেকে?
আজ তক | ২২ জানুয়ারি ২০২৫
রাজ্যে শীতের প্রকোপ আপাতত কম। মঙ্গলবার থেকে পারদ ঊর্ধ্বমুখী এবং চলতি সপ্তাহে শীতের তেমন উপস্থিতি দেখা যাবে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমি ঝঞ্ঝার কারণে বুধবার থেকে উত্তুরে হাওয়ার দাপট কমে গিয়েছে। ফলে শীতের তীব্রতা আপাতত নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট:
বুধবার এবং বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।
দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রভাব দেখা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর জন্য আবহাওয়া দফতর এই অঞ্চলে সতর্কতা জারি করেছে।
তাপমাত্রার পরিবর্তন:
কলকাতার তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। বুধবার তা বেড়ে হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষ পর্যন্ত তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা:
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব সিকিম এবং দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলে পড়তে পারে। এর ফলে সপ্তাহান্তে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
শীতের প্রত্যাবর্তন:
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার অর্থাৎ ২৬ জানুয়ারি থেকে উত্তুরে হাওয়ার দাপট ফের শুরু হবে। এর ফলে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তখন থেকেই শীতের আমেজ আবার ফিরবে।