• পোর্টালের মাধ্যমে সরকারি প্রকল্পে নজরদারি চালাবে অর্থ দপ্তর
    দৈনিক স্টেটসম্যান | ২২ জানুয়ারি ২০২৫
  • রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রকল্পগুলির উপর নজরদারি চালাতে একটি পোর্টাল চালু করা হল। অর্থ দপ্তরের হাতে এই পোর্টালটির নিয়ন্ত্রণ থাকবে বলে জানা গিয়েছে। পোর্টালটির নাম ইউর‍্যিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (ইউপিএমএস)। কয়েকদিন আগে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল অর্থ দপ্তর। এবার এই পোর্টালটি চালু করা হল।

    ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সব দপ্তরের প্রকল্পগুলি কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই কারণেই এই পোর্টালটি চালু করা হয়েছে। ভোটের আগে সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের বিষয়ে কোনও ত্রুটি রাখতে চাইছে না সরকার। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে থাকা অর্থ দপ্তরকে কাজে লাগিয়ে প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ত, সেচ, পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান দপ্তরকে এই পোর্টালের আওতায় আনা হয়েছে। এ ছাড়াও কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র অধীনে চলা বিভিন্ন প্রকল্পের কাজকেও এই পোর্টালের নজরদারিতে রাখা হয়েছে। কোনও প্রকল্প শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতি আর্থিক বছরে কত টাকা খরচ হচ্ছে, কতটা কাজ এগোল ইত্যাদি বিভিন্ন তথ্য পোর্টালে থাকবে।

    সরকারি সব প্রকল্পগুলির উপর পোর্টালের মাধ্যমে এবার থেকে সরাসরি নজর রাখবে অর্থ দপ্তর। যে কোনও প্রকল্পের জন্য দপ্তরগুলিকে টাকা বরাদ্দ করে এই দপ্তর। সেই কারণে পোর্টালের মাধ্যমে প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা এবং বরাদ্দ অর্থ খরচের উপর সরাসরি নজর রাখতে পারবে তারা। কোনও প্রকল্পের কাজ ধীর গতিতে চললে সংশ্লিষ্ট দপ্তরকে সতর্ক করা হবে। বিধানসভা নির্বাচনের আগে নাগরিক পরিষেবার বিষয়টি ত্রুটিহীন ও উন্নত করতে এখন থেকে মাঠে নেমেছে রাজ্য। সেই কারণে প্রকল্পগুলির কাজের উপর চলছে নজরদারি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)