তথাগত চক্রবর্তী: এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। জয়নগরের বকুলতলা থানা এলাকার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে মায়াহউরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায় ফাঁকা ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক টোটো চালক। তিনি এলাকার লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে পুলিসকে খবর দেয়। পুলিস মহিলাকে উদ্ধার করে নিমপীঠ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলার শরীরে অস্ত্রের কোপ ছিল। বিশেষ করে মহিলার মুখের এক দিক থেতলানো অবস্থায় ছিল। বেশ কয়েকটি দাঁত ভেঙে গিয়েছিল বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। জখম জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান এলাকার লোকজন।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণেই মহিলার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। পুলিস জানিয়েছে মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। কে কীভাবে মহিলাকে ওই জায়গায় এনে কোপাল তাও খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
উল্লেখ, রাস্তায় ফেলে মহিলাকে বিবস্ত্র করে মারা হয়। আর অপমানের জেরে আত্মঘাতী হলেন মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিস। সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দিচ্ছিল বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। এদিন ঝামেলা চরমে ওঠে।
আত্মঘাতী মহিলার পরিবাররে অভিযোগ, মারধরের সময়ে মহিলার পোশাকও ছিঁড়ে যায় এবং সেই অবস্থাতেই মারধর করা হয়েছে ওই বধূকে। সেই লজ্জায় তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত নিউ ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। তারপর গতকাল, বুধবার রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে।