জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাস্তায় ফেলে মহিলাকে বিবস্ত্র করে মারা হল। আর অপমানের জেরে আত্মঘাতী হলেন মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিস। সূত্রের খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দিচ্ছিল বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। এদিন ঝামেলা চরমে ওঠে।
আত্মঘাতী মহিলার পরিবাররে অভিযোগ, মারধরের সময়ে মহিলার পোশাকও ছিঁড়ে যায় এবং সেই অবস্থাতেই মারধর করা হয়েছে ওই বধূকে। সেই লজ্জায় তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত নিউ ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার ও তার অনুগামীরা। তারপর গতকাল, বুধবার রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে।
মৃতের স্বামী সৌরভ সরকারের দাবি, সোমবারের ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়ি ফিরে জানতে পারেন স্ত্রীকে মারধর করা হয়েছে। অভিযুক্ত প্রতিবেশী দলবল নিয়ে তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। মারধরের সময়ে স্ত্রীর পরনে পোশাকও ছিঁড়ে গিয়েছিল বলে দাবি মৃতের স্বামীর। আর এই অপমান সহ্য না করতে পেরেই নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছে সে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭