• রাজ্যের 'সঞ্জয়ের ফাঁসি চাই' কি গ্রহণযোগ্য? 'বড়সড়' প্রশ্ন তুলে দিল হাইকোর্ট...
    ২৪ ঘন্টা | ২২ জানুয়ারি ২০২৫
  • অর্ণবাংশু নিয়োগী: আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবি। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যের মামলা। আর রাজ্যের দায়ের করা সেই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল হাইকোর্ট। প্রশ্ন তুলল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সাজা বৃদ্ধির জন্য রাজ্যের আবেদন কতটা গ্রহণযোগ্য, প্রশ্ন তোলে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ। 

    আদালত জানতে চায়, নির্যাতিতার পরিবার কি জানে যে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে? তাদের ছাড়া কি বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব? প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে এদিন একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। বিচারপতি বসাক বলেন, আমরা পরিবারের বক্তব্যও শুনতে চাই। আজকের মধ্যে কি নির্যাতিতার পরিবারকে জানানো সম্ভব? জানতে চান বিচারপতি। ওদিকে রাজ্যের তরফে অ্যাটর্নি জেনারেল বলেন, CBI চাইলে তাদের মতো করে আপিল করতে পারে। মানুষের মনে বিশ্বাস দিতে হবে। তদন্তভার হস্তান্তর হলেও রাজ্যের কাজ শেষ হয়ে যায় না। উল্লেখ্য, সঞ্জয়ের ফাঁসির দাবিতে সুয়োমটো মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টেও।

    প্রসঙ্গত, গতকালই আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। সোমবার আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করেন শিয়ালদহ কোর্টের বিচারক অনির্বাণ দাস। 

    মৃত্যুদণ্ডের বদলে ধর্ষণ ও খুনের মামলায় যাবজ্জীবন সাজার ঘোষণা করেন তিনি। সঙ্গে ক্ষতিপূরণ। যদিও সিবিআই দাবি জানিয়েছিল ফাঁসির। সঞ্জয়ের যাবজ্জীবন সাজা ঘোষণার পরই রায়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা স্পষ্ট জানান, 'আমি রায়ে সন্তুষ্ট নই!' সোশ্যাল মিডিয়ায় নিম্ন আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে ফাঁসির সাজার দাবিতে হাইকোর্টে যাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। এরপর জেলা সফরে বক্তব্য রাখতে গিয়েও নিম্ন আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে ফাঁসির দাবিতে সরব হন তিনি।

  • Link to this news (২৪ ঘন্টা)