মঞ্চে অভব্য আচরণ নারায়ণ গোস্বামীর! কড়া পদক্ষেপের পথে তৃণমূল
প্রতিদিন | ২২ জানুয়ারি ২০২৫
অর্ণব দাস, বারাসত: ফের বিতর্কে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। মঞ্চে উঠে অসংলগ্ন কথা বলার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। এমনকী, দর্শক আসনে উপস্থিত এক মহিলার সঙ্গে ‘অশ্লীল’ কথা বলতে শোনা যায়। এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক দানা বাঁধে। দলের নজরেও এসেছে সেই ভিডিওটি। এরপরই উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে দলের প্রয়োজনীয় পদক্ষেপ করতে চলেছে দল।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে গান গাওয়ার প্রস্তুতি চলছিল। তার আগে মঞ্চে ওঠেন নারায়ণ গোস্বামী। হাতে মাইক। কিছুটা অপ্রকৃতিস্থ দেখাচ্ছিল তাঁকে। সেখান থেকেই একের পর এক ‘চটুল’ রসিকতা করতে থাকেন তিনি। দর্শকাসনে থাকা তরুণীদের উদ্দেশ্যে এধরনের কুকথা বলতে শোনা যায় তাঁকে। সেই ভিডিও ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। বিষয়টা দলেরও কানে পৌঁছয়।
এ বিষয় নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জানান, “দিন কয়েক আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী অনুষ্ঠানের মঞ্চ থেকে অসৌজন্যমূলক কথা বলেন। অসৌজন্যমূলক আচরণ করেছেন। এই আচরণ দল কোনওভাবেই অনুমোদন করে না।” তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জেলা শৃঙ্খলারক্ষা কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কারণ, তাঁর আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। ইতিপূর্বেও একাধিকবার বিভিন্ন মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন নারায়ণ।